বসন্তের উৎসব হয়ে বাঁচো
- নাহিদ সরদার

নিভে যাওয়ার
সব রকম প্রস্তুতি সেরে
জ্বলে উঠেছিলে প্রেম রঙ;
বাতাসের আভাস রেখে।

নিভে যাওয়া আগে পোড়ালে তুমুল।

ঝরা পাতার মতো নাড়িয়ে
দোষ কাঁধে উড়ে গেল বসন্ত বাতাস।
আর তুমি
নতুন পাতার রঙ।

বসন্তের উৎসব হয়ে বাঁচো।


২৬-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।