মৃত্যুর সবক
- নাহিদ সরদার

সরু- এই দ্যাখো আমি মরে যাই।
বলে,
বু'জান মরে যাওয়ার ভান করে
শুয়ে থাকেন।
জীবন মরণ বুঝতে না পারা ছোট্ট খোকা
ওর বু'জানের মুখ তুলে ধরে
জোর করে ডাকে, বারে- বারে ডাকে
বুজান চোখের পাতা খোলে না'তো আর।
কেঁদে বাবার দিকে তাকায় -
ফেরাবার আকুলতা চুয়ে পড়ে চোখে।

বুজান মরার ভান ফেলে
চোখ খোলে।

খোকা খিলখিল ওঠে হেসে।

ওর অতটুকুন বয়স কী করে জীবন বোঝে ?

অথবা

মৃত্যুর সবক।


২৬-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।