নিখোঁজ সংবাদ হতে হয়
- নাহিদ সরদার

কোনো এক নদীর কিণার
অথবা বুকের উড়াউড়ির পথে-

এমনই
হুট করে নিখোঁজ সংবাদ হতে হয়।

এভাবেই
মনুষ্যহীন যেকোনো প্রান্তরে -
যখন খুশি হারিয়ে যাওয়া যায়।

এরপর,
খুব করে নিজেকে পেতে হয়
মাছেদের চোখ
অথবা
পাখির আলাপে।


২৬-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।