ফসল বউ
- নাহিদ সরদার
ক্ষীণ কামনায় বিড়ালের চোখে রাত নামে।
কার নেই লোভ বলো?
কামনা অথবা বিলাসের।
এই শিশির স্নাত রাতে উষ্ণতা চায় সাধু;
তবুও দাঁতে - দাঁত চেপে
অপেক্ষা করে আরেকটা সকাল।
সকালের সোনা রোদে চুলঝাড়ে
ফসল বউ।
২৬-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।