পোংটা পোলা.......(জাস্ট ফান)
- কাজী ফাতেমা ছবি
বদের হাঁড়ি বলে কি হায়
নিজেকেই সে পোংটা
বাঁচি না গো বাঁচি না রে
দেখে তার এই ঢং'টা!
এখনো কি সে কম পোংটা
মুখের লাগাম ছাড়া
কি জানি কয় আবোল তাবোল
বদের হাত পা ঝাড়া!
বদের বাড়ি কোথায় জানি
জঙ্গলে নাকি বাস
মাথায় দুটো শিং নিয়ে সে
করে বদামির চাষ!
এখন আবার শুনছি কানে
জঙ্গল ছেড়ে দিয়ে
করবে নাকি এক বউ থুয়ে
আরেকটা বউ বিয়ে!
বাপের পিটনা খেয়ে বেটা
পালাইছে দূর গায়
সেখানে সে দিবানিশি
লতা পাতাই খায়!
পাতা খেয়ে জীবন কাটায়
ঢং ছাড়ে না তবু
কানে ধরে উঠায় বসায়
বউ'টা যে তার হবু!
হবু বউয়ের ডরে পোংটা
চুপসে ঘরের কোণে
বসে বসে লুকিয়ে সে
পান্তা ভাত খায় নুনে!
ও বউ শুনে যাও এক্ষুনি
মুখে মারো তালা
কি না কি সে বলে ফেলে
রাগেতে গা জ্বালা!
পায়েতে তার বেড়ি পরাও
হাতে লোহার শিকলি
কপালে তার তামা দিয়ে
পরিয়ে দাও টিকলি!
আচ্ছা করে মজা শিখাও
মুখে লাগাম টানাও
তারে দিয়ে এই হেমন্তের
নতুন ধানও ভানাও!
বুঝবে মজা এই হেমন্তে
ছন্দ ভাগবে দূরে
পোংটা পোলা কেঁদে কেঁদে
গাইবে নাকি সুরে।
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১৫
২৬-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।