কাব্য কণা-১-৩
- কাজী ফাতেমা ছবি
০১। স্নিগ্ধতার পাশ কাটিয়ে হেঁটে যাও-ফিরে দেখোনি একটি স্বচ্ছ জলে ভাসা একটি পাতার উপর ছড়ানো হাজার মুগ্ধতার ফোঁটা। তুমি সম্মুখগামী আর আমি থেমে যাই মুগ্ধতার পাশে-ভাল লাগে আমার ছুঁয়ে দিতে-ভাল লাগার শিহরণগুলো কেবল আমার। পিছু ফিরে তাকিয়ো না আর প্লিজ-তুমি হেঁটে যাও-খানিক বাদে আমি তোমার পথে হাঁটব।
০২। মনে রঙ লাগে-বসন্ত রঙ ফুল দেখেই ভাবি-এই এলো রে বসন্ত-আহা চারিদিকে বাসন্তি রঙ ফুল ফুটন্ত । ফুলে ফুলে মৌপোকাদের লাফালাফি...... এই দেখবে এসো-খুব কাছাকাছি নয়-চলো চার চোখ মুগ্ধ করি বসন্ত ফুলের রঙে।
০৩। অর্কিডের পাপড়ি জুড়ে কত মুগ্ধতার রঙ-আমি যেনো দেখি রঙধনু-দেখো সবুজ আকাশটাতে রংধনু ফুল। আচ্ছা রঙধনুর রঙ কি কেবল সাতটি রঙ-না-আমি রঙধনু দেখি হাজার রঙ সমাহারে। তুমি কি ভাবতে পারো-আমরাও একদিন খসে পড়া পাপড়িদের মতো হবো -মিশে যাবো ধূলায়-তবে অহমগুলো ঝেড়ে ফেলো এখনি-কেবল মুগ্ধ হতে শিখো।
২৭-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।