কাব্য কণা ৪-৬
- কাজী ফাতেমা ছবি
০৪। মেজেন্ডা নাকি গোলাপী-নাকি মিষ্টি রঙ
সবুজের মাঝে মুচকি হেসে ফুটে থাকে-আহা কি ঢঙ
ঘ্রাণ নেই তাতে কি-ওরা রঙ ছড়ায় হাওয়ায়
ওদের দেখে মুগ্ধ হই আমি বসে দখিন দাওয়ায়।
০৫। ঝিলে নয় গো বিলে নয়-শাপলা পুকুর নয় গো কোনো
মন দীঘিতে লাগিয়েছি পদ্মফুল-পদ্ম ফুলের পাপড়ি জুড়ে তোমার নাম-
এই তুমি কি মনে-আমার স্বপ্ন বুনো?
আর কিছু চাইনে বাপু- চাইছি একটা খোলা ছাদ-
শাপলা ফুলের বিল বানাবো-মন মানে না কোনো বাধ।
২৭-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।