কাব্য কণা ৯-১১
- কাজী ফাতেমা ছবি
০৯ । খুব বিরক্ত হয়ে আছো -না? এই ঝেড়ে ফেলো সব ক্লান্তি বিরক্তি সব-এসো কামিনীর পাশে দাঁড়াই-নাক টেনে নেই মাদকতা-আহা ঘ্রাণে মাতাল হতে মন চায় না তোমার? এসো দুজন মিলে ঘ্রাণ নেই- আর মনটারে করি ফুরফুরে। কি আসবে তো?
১০। চোখগুলো যখন ক্লান্ত হবে স্ক্রীণে তাকিয়ে-তখন রিঙটোন বাজিয়ো মুঠোফোনের-আমি তোমার ক্লান্তি মিটিয়ে প্রশান্তি এনে দেব দু'চোখে-সাদার শুভ্রতায় তুমি হারাবে কিছুক্ষণ?
১১। সেই বলেছিলে-বেলীর মালা দিবে খোপায় পরিয়ে-কত বসন্ত এলোগেলো অথচ এখনো পাইনি একটি বেলী ফুল। নি:শ্বাস টেনে একটু বেলীর ঘ্রাণ নিতে চাইছিলাম-ইট পাথরের শহরে আ বেলী খুঁজে পাই না-পারলে নিয়ে এসো-অপেক্ষায়...........
২৭-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।