কাব্য কণা ১২-১৫
- কাজী ফাতেমা ছবি

১২। বৃষ্টির জল শুকিয়ে গেছে-সজীবতা মরে যায় নি। এই দাঁড়াও দেখো কতটা স্নিগ্ধ পাতাগুলো-পাতার ভেলায় ভাসবে খানিকক্ষণ? চলো নেমে পড়ি স্বচ্ছ দীঘির জলে-সাঁতার কাটি আপনমনে।

১৩। মালা বানিয়ে অপেক্ষায় থাকি-তুমি আসো না-রোজ শিউলী ফোটা ভোরে তোমার জন্য শিউলী কুঁড়াই-মৃদু মাতাল ঘ্রাণ-আর আমি হই তোমার প্রেমে মাতাল। তুমি তো দেবেই না অথচ আমি কুঁড়াই তোমার জন্য-নিতে আসো না ফুল-আহা ভুল ভুল সবই ভুল।

১৪। কুয়াশা মাখা প্রভাতের গা ছুঁয়ে শুয়ে আছে ঝরা পড়া মুগ্ধতা। শুভ্রতার প্রলেপ মাখা একটি সকাল আমি তোমাকে দিবো। যদি তুমি নিতে চাও?





সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৩


২৭-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।