প্যারোডি জাতীয় মজার ছড়া....(১)
- কাজী ফাতেমা ছবি
বাঁশ খায় ধুপধাপ শুনে লাগে খটকা
টিনা মিনা জোরে কয় সাঈদ'রে লটকা
চাই চাই নীতি তার কি যে প্রেম ছন্দ,
ইনা বীনা রিনা প্রেমে সাঈদ'টা অন্ধ।
হাঁস ফাঁস কাটে তার খায় দিলে ঝাটকা
ফুলি এসে বলে যায় সাঈদ'রে আটকা
দিলে চোট পেয়ে শেষে করে দোর বন্ধ
কাঁদে বেটা হুশ হাশ, দিল পুড়া গন্ধ।
ঠাস ঠাস চড় মারে যেনো ফুটে ফটকা
সাঈদের মনে লাগে কিসে যেনো খটকা
জেনে গেছে মাতা, কি যে হবে হাল তার
ক্ষণ তার হলো টক দই চালতার।
বুটবাট বাজে পেটে একি শুনি ভাইরে
প্রেম জমে হলো গ্যাস, শব্দ আসে বাইরে
নাক টিপে মাতা বলে তোর কি-যে হয়েছে
পেটে কি বদহজম'টা এখনো রয়েছে?
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:১০
২৭-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।