কাব্য কণা ১-৫
- কাজী ফাতেমা ছবি
১। তুমি ভেবো-না -একদিন ঝরা ফুল হবো তুমি আমি-মিশে যাব ধূলায়-কে আর কাকে খুঁজবে তখন বলো-তার চে ঢের চলো এখন খানিক'টা চিনে রাখি-এসো চোখে রাখো চোখ।
২। টাকির ঝোলে পেঁপে দিবো
আরো দেবো লংকা
নিমন্তন্ন রইল বন্ধু
রেখো না মনে শংকা।
৩। সূতো ছিঁড়ে গেছে-বেলী ফুলের ঘ্রাণ মেখে নেই চুড়িতে-তুমি ছুঁয়ে দিয়ো-মুগ্ধতায় ভরে যাবে মন
রিনিঝিনি প্রেম সুর বাজুক তবে মনে এবেলা।
৪। রঙ গোলাপী-সবুজ পাতা
নাম যে তার রঙ্গন
বন্ধু তুমি যাও দেখে যাও
প্রেম ভরা মন অঙ্গন।
৫। একটি হলুদ আলোর প্রহরে তুমি এসো
হাজার তারার বাতির আলোয় আমায় নিয়ে ভেসো
খোলা আকাশের নিচে জোনাক জ্বলা প্রহর
নাই বা হলো এবেলা-তুমি পাশে
সুখে ভরুক মনের শহর।
২৭-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।