কাব্য কণা ৬-১০
- কাজী ফাতেমা ছবি

৬। কালো পিঁপড়ে হলে তুমি
আমি হলাম ফুল গো
ছুঁতে আমায় বাড়িয়ো না হাত
করো না এই ভুল গো।

৭। রিনিঝিনি সুর তুলে কেবল ঘুরছি তোমার পাশে
মন পাবো মনটা দিয়ে-ভালবাসার আশে
তুমি বন্ধু মুখ ফিরিয়ে রইলে অথৈ দূরে
বুঝি নাকো থাকো তুমি-কোন সে আঁধার ঘোরে।

৮। ঘাসের ফাকেঁ ঝরা শিউলী-মালা গেঁথে রাখি
উড়ে এসে বসো শাখে-ওরে ময়না পাখি
শিউলী ফুলের সুবাস দেবো-দেবো ভালবাসা
হও না তুমি আমার মনে-একটু প্রেমের চাষা।

৯। একোরিয়ামের মাছ নই আমি-কেবল মনের খাঁচায় রাখবে বন্দি
এঁটো না ভুলেও তুমি এমনতরো ফন্দি

১০। একটি শিউলী মালা ভাসিয়ে দিয়ো জলে
ভিরুক এসে আমার মন ঘাটে
আমি ছুটি দিবো সেদিন সকল কর্মপাঠে।


২৭-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।