কাব্য কণা ১-৫
- কাজী ফাতেমা ছবি

১। রোদ্দুর হেসে উঠে যখন রঙন ফুটে থাকে লাল রঙে
পাতাগুলো দুলে বাতাস এলে-আহা কি রঙ্গে ঢঙে।

২। হোক না দুপুর রোদ্দুর চলো পাশাপাশি হেঁটে যাই এই পথ ধরে-ক্লান্তি ধরে গেলে দেহে-না হয় জিরিয়ে নেবো খানিক, ফাঁকা বেঞ্চে......... একটি দুপুর কেটে যাক এখানেই।

৩। এ ফুলের নেই তাতে কি-ওদের রূপে কে-না পাগল হয়
ছুঁয়ে দিলেও পড়ে না নুয়ে, যেমন ওরা তেমন সুখেই রয়।

৪। ঠাঁ ঠাঁ রোদ্দুর, গরমের হল্কা ঠোঁঠ ছুঁয়েছে, তৃষ্ণার খরা বুকে
মন জ্বলে কেবল তোমার ভালোবাসায়-কেটে যায় দিন সুখে।

৫। সবুজের বুকে লাল সে-তো রইবেই চিরকাল
পতাকার রঙে সেজে আছে মুসান্ডা, স্বাধীনতায় দুলে গাছের ডালে
বিকেল রাত্রি কি সকাল।


২৭-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।