কাব্য কণা ৬-৮
- কাজী ফাতেমা ছবি
৬। মেঘের ডানায় ভেসে যাই নীলের প্রান্তে
যদি আর না আসতাম ফিরে-দু:খ পেতে কি তুমি?
খুঁজতে কি আমায়, আমি নেই তুমি কি তা চাইতে জানতে?
৭। ছায়ারা ঘিরে ধরে আমায়-আমি প্রকৃতি ভালোবাসি বলে
আর তুমি রোদ্দুর টেনে আনো কাছে-
তুমি ঘেমে নেয়ে ক্লান্ত-কষ্ট তোমার মনে পড়ে গলে।
৮। টের পাও মিষ্টি হাওয়া- জলের ঢেউয়ে ঢেউয়ে আহা কি মায়া
গাছগুলো এই দুপুর রোদ্দুরে দিয়ে যায় ভালোবেসে
তোমায় আমায় ছায়া।
এমন কাটাতে চাই আরো সহস্র দুপুর
হোক না চৈত্র, ঝরা পাতার নুপুর।
২৭-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।