কাব্য কণা ৯-১১
- কাজী ফাতেমা ছবি
৯। সবুজের ঘাসের গালিচায় নগ্ন পায়ে হেঁটে দেখো
তুমি এবেলা ভেজা মাটির স্পর্শ পায়ে মেখো.....
শান্তি ছড়িয়ে যায় দেহজুড়ে, ক্লান্তি যায় উড়ে
এই শুনো একফুটা শান্তি টেনে নাও বুকে, থেকো না আর ক্লান্তির ঘোরে।
১০। জলের আয়নায় আকাশ ছবি
এমন দেখলেই মন হয়ে যায় কবি
কত ছন্দ মনের সীমায় করে নাচানাচি
হোক না এমনতরো সুখে বাঁচাবাঁচি।
১১। এমন উদাস তুমি-আমি পিছনে ঠাঁয় দাঁড়াই
আমি যেনো তোমাতেই বারবার হারাই।
কি এত ভাবনা তোমাকে খায় গিলে
আমার জন্য এতটুকুন ভালোবাসা-নেই কি তোমার দিলে?
০২-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।