ফুল কাব্য ১-৫
- কাজী ফাতেমা ছবি

১। সবুজের ফাঁকে কিছু স্নিগ্ধতার উঁকি, ভালো লাগে খুব, পায়ে হাঁটার পথটুকু এমনই হোক, বৃষ্টিতে ভেজা পরিচ্ছন্ন পথ। এমন বেলা কেবল মুগ্ধতার বেলা.......

২। সবুজের বুকে মুখ লুকিয়ে বৃষ্টির জলে স্নান করে নিচ্ছিস, তুই যেনো নববধু-আহা ঘোমটা সরালেই তোর রূপ উপছে পড়বে.......তুই জানিস কি গোলাপ রাণী তুই কত সুন্দর-ক্ষণিকের আয়ু তবুও তুই মনে রেখে যায় সুখের রেশ।

৩। হাসনাহেনা ঘ্রাণ বিলাবে রাতের বেলা, দিনের বলো ঘোমটা তোলা বউ সেজে, ঝুলে থাকে সবুজের হাত ধরে, তুমি এসো..... উঠোনে বসে এক পেয়ালা ঘ্রাণ পান করে যেয়ো........এমন প্রহর বার বার ফিরে পেতে চাইবে-দেখে নিয়ো।

৪। গন্ধরাজের পাপড়িতে এসে বসেছিলাম আমি মৌ......... তুমি আচল তুলে মাথায় দিয়ে বলো-তুমি আমার বউ,
ঘ্রাণে মাতাল বেলা, চুলের সেম্পুতে গন্ধরাজের ঘ্রাণ মিশিয়ে চলো এবেলা বৃষ্টিস্নানে মত্ত হই।

৫। হাসনাহেনা নাম তার........... সে চুপি চুপি ঘ্রাণ বিলায়, সে হোক রাতের আঁধার।


০২-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।