ফুল কাব্য ৬-১০
- কাজী ফাতেমা ছবি
৬। আহা কি স্নিগ্ধ প্রহর এবেলা, বৃস্টির ফোঁটায় লেপ্টে আছে পাতা ফুল......... কার না ভালো লাগে এমন প্রহর শুনি?
৭। বেলীর গায়ে বৃষ্টির ফোঁটা-স্নিগ্ধতাতে মাখা
পবিত্রতার, রঙ যেনো গো-বেলীর গাঁয়ে আঁকা।
৮। সবুজ পাতায় বৃষ্টির ছোঁয়া, হাত বাড়ালেই মন যায় সুখে খোয়া। কত স্নিগ্ধতায় মোড়া প্রহর
সজীবতায় ভরে যায় মনের শহর।
৯। সবুজ পাড়ের সাদা শাড়ি-বেলী আছে পরে
স্বর্গ হতে নামলো পরী, সবুজ পাতার ঘরে।
১০। সুগন্ধ তার গায়ে মাখা, হাওয়া এলে দোলে
প্রজাপতি বসল হঠাৎ, সাদা বেলী ফুলে।
০২-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।