ফুল কাব্য ১১-১৫
- কাজী ফাতেমা ছবি

১১। পাতাবাহারের পাতায় লেগে আছে এক রাশ স্নিগ্ধতা, এসো ছুয়ে দাও, ভালো লাগার শিহরণে কেঁপে যাবে। আমি তোমার মুগ্ধতায় মোড়া মুখ দেখতে চাই এবেলা।

১২। সবুজ পাতার ফাঁকে ফুটল, বেলী থোকা থোকা
ছিঁড়ে নিতে হাতের মুঠোয়, হাত বাড়ালো খোকা।

১৩। পাতায় পাতায় বৃষ্টির মুক্তোয় সাজানো প্রহর, টুপটাপ ঝরে অবিরাম বৃষ্টি আর বৃষ্টিস্নানে মত্ত হয় সবুজেরা, গাঢ় সবুজ পাতার ধুলো ধুয়ে যায় বৃষ্টির জলে........ কত মুগ্ধতায় ভরা আমার বসুন্ধরা।

১৪। বেলীর পাতায় পাতায় বৃষ্টির ফুল...........বৃষ্টি ছুঁতে মন হয়ে রয় ব্যাকুল
বৃষ্টিস্নানে উচ্ছ্বাস ছড়ায় ঐ ফুলের মুকুল।

১৫। লেগে থাকুক সজীবতা,,,,,,, ধুলোরা মরে যাক- বৃষ্টি আসুক আবার আকাশ ভেঙ্গে।


০২-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।