ফুল কাব্য ১৬-২০
- কাজী ফাতেমা ছবি
১৬। এবেলা বড্ড পেরেশানীতে কেটে যাচ্ছে ফুলেল ক্ষণগুলো
তুমি জানো, আমিও জানি ফিরে আসে না আর কিছু
এই ফুলের ঘ্রাণ, ফুলেল সময়, প্রজাপতি প্রহর
আর মনের উচ্ছ্বলতা,
ফেলে গিয়ে পেছনে সব, কেবল ভেবে নেই যাক চলে যাক এবেলা
ওবেলা না হয় হাতে তুলে নেবো খানিকটা সময় নিজের করে।
১৭। ছিঁড়িস না ফুল ওরে খোকা, ফুল ফুটে থাক্ গাছে
দেখ্ না চেয়ে মৌ পোকারা, ফুলে ফুলে নাচে।
১৮। কোথায় নেই বলো মুগ্ধতা, কেবল উর্ধ্বমূখী হেটো না একটু তাকাও মর্ত্যে
দেখো কত সুন্দর সেজে আছে লতা পাতারা.......বৃষ্টির মুক্তোর দানায়।
১৯। কাঁটা দেখে ভয় পেয়ো না....... অসময়ে ব্যথার গান গেয়ো না.......কাটার মাঝেই ফুটে থাকে গোলাপ
তখন ভালোবেসে করে যাও কত পাগলের প্রলাপ.
২০। ঘ্রাণমাখা এক বিকেল হাওয়ায় চলো বসি গিয়ে
কোন এক ফুল বাগানের ঘাস ছুঁয়ে,
ফুরফুরে হয়ে উঠবে মন দেখে নিয়ো
আর ক্লান্তি'রা উড়ে যাবে দূর বহুদূর।
০২-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।