কি করি আজ ভেবে না পাই ভাইয়ার জন্মদিনে শুভেচ্ছা ছন্দ....
- কাজী ফাতেমা ছবি
জন্ম দিন তার শুনছি কানে
বৈশাখের এই দিনে
কি আর দেবো বল্ না বাবা
আজ তোর জন্মদিনে?
রোদ দেবো না বৃষ্টি দেবো
না ঝড় কাল্ বৈশাখীর
উপহার মোর রাখ্ না তবে
খাতায় হিসাব বাকির!
তার চেয়ে ঢের ছন্দ দিয়ে
দেবো কাব্য গেঁথে
ছন্দে ছন্দে দুলানন্দে
থাকিস আজকে মেতে।
দুষ্টামিতে রাজা তুই যে
সবাই ভালোবাসে
তোর কথাতে ছন্দমাখা
মুচকি সবাই হাসে!
বদামি তুই দে না ছেড়ে
যা হয়ে যা ভালো
একটুখানি বকে দিলে
মুখ করিস না কালো!
একটি বছর যায় গড়িয়ে
জীবন বড় অল্প
এরই মাঝে সুখে বাঁচার
গড়ে নিস তুই গল্প।
গল্প হাসির গল্প কান্নার
এইতো জীবন মোদের
কিছু থাক্ বোকামি কিছু
জেগে থাকুক বোধের।
বাকী জীবন যাক কেটে যাক
হাসি খুশি সুখে
উচ্ছ্বলতা থাকুক ঘিরে
সুর উঠুক তোর বুকে।
সুস্থ জীবন এই কামনা
জন্মদিনে করি
যাক বয়ে যাক ঈমানের সাথ
জীবন নামের তরী
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১৮ দুপুর ১:২০
০২-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।