ছোটো কাব্য ১-৫
- কাজী ফাতেমা ছবি

১। গড়ে দিয়ো তোমার মনের রং মিশিয়ে একজোড়া কানের দুল, গোলাপী রং মিশ্রনে। আমার আবেগ ঢেলে দিবো চোখের পাতায়-তুমি মুগ্ধতায় টলমল, সহসা ভালোবেসে ফেলবে আমায় অথৈ।

২। তুমি আমার নয়নতারা,
যাবার এত কীসের তাড়া।
এসো ভিজি বৃষ্টির জলে,
পালাবে না আর তো ছলে?
এই মুগ্ধ হবে এবেলা? দেখবে ছুঁয়ে বৃষ্টির মুক্তো, ঠিক যেনো আমি-ছুঁয়ে দিলেই গড়িয়ে পড়বো তোমার বুকে, তুমি আগলে রেখো ভালোবেসে আমায়-তোমার বুকে।

৩। পাতায় পাতায় লেগে আছে স্নিগ্ধতার প্রলেপ, বৃষ্টির ফোঁটারা গড়িয়ে পড়লেই পাতাদের আক্ষেপ, এখনি ধুলোয় জড়িয়ে নেবে তাদের গা, এবেলা পাতারা ভাসিয়েছে বৃষ্টির না'।

৪। বৃষ্টির পড়ে টাপুর টুপুর
জলতরঙ্গ রূপার নুপূর
একটি আমার বৃষ্টি দুপুর
বৃষ্টি পড়ুক ঝাপুরঝুপুর
ঝরুক বৃষ্টি চোখের উপর
পরবে কীগো ফুলের টোপর?

৫। শুভ্রতার রঙে বৃষ্টির ছাট, জলে পূর্ণ সবুজ মাঠ। ভালো লাগার আবেশ-এবেলা বৃষ্টিতে আমার কাটে বেশ।


০২-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।