ছোট কাব্য ৬-১০
- কাজী ফাতেমা ছবি
৬। পাপড়িতে তার বৃষ্টি বসে, যাচ্ছে সুখের অঙ্ক কষে
বৃষ্টির পড়ে রঙ্গে রসে, যাক বৃষ্টিরা অঝোর ধ্বসে।
৭। নাম জানি না ফুল রে তোর, পাপড়ি মেলে খুলেছিস মুগ্ধতার দোর,
তোরে দেখে চোখে লাগে স্বপ্ন ঘোর, থাকিস ফুটে একলা
তু্ই আমার সুখ ছোঁয়া একটি ভোর।
৮। বৃষ্টির জলে স্নানে মত্ত গাছের পাতারা, আমি চোখ বুলিয়ে মুগ্ধতায় স্নান করি। কত যে ভালো লাগার এসব বৃষ্টি ভেজা দিন, কেউ জানে না কত স্নিগ্ধ বেলা এভাবেই আঙ্গুলের ফাঁক গলে চলে যায় অতীতের ঘরে।
৯। দিনের বেলা চুপ ওরো চুপ, যখন জ্বলে সন্ধ্যা বাতি ধূপ, পাপড়ি মেলে ওরা ফুটে, মৌপোকাদের যায় ঘুম টুপে
আহা কী যে ঘ্রানে মাতাল করে রাখে ওরা এক একটি সন্ধ্যা, ওরা হাসনা হেনা-নয় রজনীগন্ধ্যা।
১০। খসে পড়া রক্ত রঙ পাপড়ি, সবুজের বুকে নেয় ঠাঁই, এযে আমার স্বাধীনতার পতাকা-মনে খুব আনন্দ পাই। লাল সবুজের এ বিজয় কেতন উড়বে তো উড়বেই চিরকাল।
০২-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।