ছোটো কাব্য ১১-১৫
- কাজী ফাতেমা ছবি
১১। ঘ্রাণ নেই তার, তবু শুভ্রতার রঙে সেজে থাকে সবুজের বুকে, সে নয় গন্ধরাজ, সে যে টগর, বৃষ্টিতে ভিজে ধুয়ে নেয় গা তার, তারে দেখলেই পবিত্রতায় ভরে যায় মন ঘর।
১২। ঘ্রাণের বেলা আমার অথচ বৃষ্টিরা ধুয়ে নিলো কামিনীল মাতাল ঘ্রাণ, ঠিক তোমার মতন-করো না আমায় একটু যতন। যখন প্রেম বিলাই তুমি বিলাও তিতে কথার ঝড় উফ আর পারিনে বাপু তোমায় নিয়ে। একবার কামিনী হয়ে যাও না।
১৩। সবুজের ফাঁকে উঁকি দিয়ে রক্ত রঙ ফুল হয়ে যায় আমার স্বাধীনতার পতাকা, এখানেই আমার স্বাধীন উড়ার স্বপ্ন আঁকা।
১৪। দিনের বেলা ফুটলি কেন্ ও হাসনাহেনা, ঘ্রাণ তোদের ধুয়ে নিলো বৃষ্টি, রাতের আঁধারে তবে কি নিয়ে হাসবি নিরালায় উড়বি ঘ্রাণ মাখানো সন্ধ্যার হাওয়ায়।
০২-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।