ছোটো কাব্য ১৫-২০
- কাজী ফাতেমা ছবি

১৫। বেহায়া বৃষ্টি কেড়ে নিলো লজ্জা, উদোম গায়ে পাতারা হাসছে মুগ্ধতায়-আহা আমারও যে ভিজতে ইচ্ছে খুব এই পাতা ঠিক তোদের মতন-বন্ধু বানাবি আমায় এবেলা?

১৬। সবুজের বুকে লাল সেতো থাকবেই চিরকাল, ভালো লাগার আবেশ ছড়িয়ে ওরা বৃষ্টিস্নানে মত্ত আর আমি মুগ্ধতায় দেখে যাই ওদের তুলে রাখি ছবি চোখ শাটারে ক্লিক করে।

১৭। ঘ্রাণ না থাকুক এবেলা-তোরা ভিজে নে স্বাধীনতায়, শ্রাবণ ফুরিয়ে গেলে পাবি না এমন স্নিগ্ধ প্রহর।

১৮। পাতায় পাতায় বৃষ্টির ফোঁটা
এমন দিনে হয় সব মুগ্ধতা লোটা।

১৯। ভিজে যাক পাতা সব, বৃষ্টিরা তুলুক কলরব-আমি সুরে মিলাবো সুর, লাগুক চোখে এবেলা বৃষ্টির ঘোর।
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৯


০২-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।