ছোটো কবিতা ১-৫
- কাজী ফাতেমা ছবি
১। গোলাপী রঙ আমার বড্ড প্রিয়, এই তুমি রঙ গোলাপীর শুভেচ্ছা নিয়ো
রাখলাম দোরে তোমার-ফুল নিয়ো, বিনিময়ে মন তোমার দিয়ো!
২। মিষ্টি রঙ প্রলেপে জড়িয়ে থাকি মুগ্ধতায়, ছুঁয়ে দেই স্নিগ্ধতার গায়ে
সৃষ্টিকর্তার সৃষ্টির অপার মহিমা, ভাসি আমি দিবানিশি সুখের নায়ে।
৩। করবো না আকূতি, বলবো না রক্ত গোলাপ দাও খোঁপায় গুঁজে
ছিঁড়বো না প্রেমের পাপড়ি, চুপচাপ মন ইশারায় ডেকে যাবো তোমার
নিয়ো আমায় এবেলা খুঁজে।
৪। বিপরীতমূখী তুমি আমি বসে থাকি মুখ ফুলিয়ে
মনের ইচ্ছেগুলো হারিয়ে যায় কালের অতলে
জীবনের সুখ স্বাচ্ছন্দ্য সব ফেলি গুলিয়ে।
তুমি আকাশ রঙ নিয়ে ঝুলে থাকো স্বপ্নের ওপারে
আর আমি মাটির রঙ নিয়ে সেঁটে থাকি ধূলোয়
বাজে কেবল দুঃখবীনা মনের তারে তারে।
৫। ফুলের ঝুমকো এনে গুঁজে দেবে চুলে
আলতো ছোঁয়া তোমার আঙ্গুলের বেভোল ভুলে
আহা শিহরিত ক্ষণ, থেকে যাক স্মৃতির খাতায় বন্দি
শুনো-দূরে চলে যাবে না বলে কয়ে, এঁটো না মনে ফন্দি।
০২-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।