ছোটো কবিতা ৬-৮
- কাজী ফাতেমা ছবি
৬। হলদে রঙ মাখানো প্রহরগুলো, আনমনা করে দেয় আমায়
যেখানেই হলুদ ফুলের সমারোহ, সময় নিয়ে সেখানেই থামায়।
প্রভুর অপার মহিমা-মুগ্ধতায় গিলে খায় মন আমার
এই ধরাটা রঙ রঙিলা, যেনো ফুল পাখিরই খামার।
৭। লজ্জাবতী আমি বাপু, রঙ গোলাপী শাড়ি
আসবে তুমি গোলাপ নিয়ে, আজকে আমার বাড়ি,
গোলাপ পাপড়ির জল ছিটাবো, চোখে মুখে তোমার
কাঁপবে তুমি প্রেম শিহরণে, ঘটবে কান্ড ধুন্ধুমার।
মিষ্টি গোলাপ রাখবো জলে, ঘ্রাণ ছড়ানো প্রহর
এই তুমি কী ভরবে সুখে, আমার মনের শহর?
৮। শুনছো তুমি, এই জানো কী
ফুলের ভিতর ফুল ফুটেছে, দেখবে এসো, গোলাপী পাপড়ির বুক জুড়ে শুভ্রতার রঙ ফুল। ভালো লাগার আবেশে ভরে যাবে মন। যদি থাকো রাজি, দাঁড়াবো কিছুক্ষণ একটি বিকেল ছুঁয়ে, ঝরে পরুক পাপড়ি-ফুল ছড়ানো পথে হাঁটবে আমার পাশে?
০২-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।