ছোটো কবিতা ৯-১১
- কাজী ফাতেমা ছবি

৯। মিষ্টি রোদ আমেজ-হেমন্তের এই বিকেলে বাগান জুড়ে ফুটে আছে নাম জানা ফুল, মেঘরা আকাশে উড়ছে-উদাসী মন আমার এক কাপ গরম ধোঁয়া উঠা চায়ে ঠোঁট রাখতে চায়, বিকেলের ছায়ায় তুমি কী আসবে- এসো যত ক্লান্তি ভ্রান্তি সব উড়িয়ে দেই হাওয়ায়, এমন মিষ্টি রঙ ফুল ছুঁয়ে থাকি এবেলা।

১০। নাকের নথ কানের দোল-হাতে ফুলের চুড়ি
রঙ গোলাপী শাড়ি পড়ে, হবো ইচ্ছে ঘুড়ি,
নাইবা থাকলে আমার সাথে, উচ্ছ্বাস আমার মনে
একাই আমি সুখে উড়ি, হেমন্তের এই ক্ষণে।

১১। রোদ ছুঁয়েছে ফুলের পাপড়ি, তুমি ছুঁবে চোখ?
কেমন তুমি উল্টো পথে যাও চলে যাও-কেমন তরো লোক,
রোদ চশমাটা ঠিক সরিয়ে-এদিকে ঠাঁয় তাকাও
আরে বাবা এমন করে, চোখ কেনো যে পাকাও!


০২-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।