ছোটো কবিতা ১৪-১৬
- কাজী ফাতেমা ছবি
১৪। শুভ্রতার রঙ মেখে পাতারা সেজে থাকে
সুন্দর বিলিয়ে এরা মানুষের মনে সুখ স্বপ্ন আঁকে।
১৫। গোলাপ রাণী মুখ লুকিয়ে-ঘোমটা মাথা দিয়ে
লাজে রাঙা রাণী আমার মন যে নেয় ছিনিয়ে,
ঘ্রানে পাগল করে সে যে করে দেয় আমায় মাতাল
গোলাপ ফুলের পাপড়ি ছোঁয়া-মুগ্ধতায় মন চাতাল।
১৬। জল ভেজা বাগান বিলাস, রঙ ছড়িয়ে হাসে
আমায় নিয়ে স্নিগ্ধতায় নায় সুখের থরে ভাসে
ভালো লাগে এমন প্রহর, ছুঁয়ে দিলেই শান্তি
যায় কেটে যায় আচম্বিতে মনের যত ক্লান্তি।
০২-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।