ছোটো কবিতা ১৭-২০
- কাজী ফাতেমা ছবি

১৭। নাম জানি না ফুলের-তবু ভালোবাসি
ঘ্রাণ নেই তার তবু লেগে থাকে ঠোঁটে হাসি।

১৮। সাদা ফুলের পাপড়ি জুড়ে স্নিগ্ধতা যে মাখা
ওর বুকেই মৌমাছিদের সুখের স্বপ্ন আঁকা।

১৯। রক্ত গোলাপ দিনদুপুরে ডালে থাকে ঝুলে
ভ্রমর এসে গান গেয়ে যায়-আহা বেভোল ভুলে।

২০। ভেজা পাপড়ি মন ছুয়ে যায়, ভালো লাগার প্রহর
কেউ জানে না-উচ্ছ্বল বড়, আমার মনের শহর,
ফুলের সাথে ভাব করেছি, ফুল ছুঁয়ে দেই সুখে
ভ্রান্তিগুলো যায় উড়ে যায়, শান্তি বড় বুকে।
০১ লা নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১৬


০২-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।