মিষ্টি কাব্য ৪-৬
- কাজী ফাতেমা ছবি
০৪। রসের ভিতর মিষ্টির গোল্লা, ভাসছে যেনো নায়ে
কেউবা বসে খাচ্ছে মিষ্টি, টিনের চালার ছায়ে।
বুড়োবুড়ি খোকাখুকু, বাদ পড়েনি কেউ যে
মিষ্টির দোকান রস সমুদ্দুর, হায় রসনার ঢেউ যে।
০৫। বালিশ মিষ্টি আছে পাতা, মনের সুখে ঘুমাও
কাঁথা মিষ্টি ঠোঁটে নিয়ে, আনন্দেতে চুমাও।
রসে রসে গেলো বেলা, আহা রসগোল্লা
খাচ্ছে দেখো-চেয়ে দেখো, হুজুর আর ঐ মোল্লা।
০৬। মিষ্টি খেয়ে ফিরে আসি, আঁধার ছুঁয়ে বাড়ি
জ্যামের শহর ঢাকা আমার, চলে ধীরে গাড়ি।
মিষ্টি কিনে বাড়ি ফিরলে, খোকা দুটো খুশি
এমন সুখ যে মনের মাঝে, হরহামেশাই পুষি।
০২-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।