লাল সবুজের রঙে, ঢাকা সাজে ঢঙে..
- কাজী ফাতেমা ছবি

বিশেষ কোনো দিবস এলে
সেজে উঠে ঢাকা
সন্ধ্যে হলেই ঢাকার বুকে
স্বপ্ন থাকে আঁকা।

বেনারসী শাড়ি পরে
ঢাকা যেনো বউ গো
তোমরা এসে ঢাকার সাথে
একটু কথা কও গো!

রঙবাহারী আলোর সজ্জায়
ঢাকা বসে থাকে
ঘোমটা খুলে নাও দেখে নাও
হাজার আলোর ফাঁকে!

আলোয় আলোয় ভরা ঢাকা
স্বপ্ন সুখের আবেশ
লাল সবুজের ঝিকমিকানি
এ আমার বাংলাদেশ।

আলোর ঝর্না ঢাকার বুকে
ঝরছে অবিরত
ডানা মেলে ওড়ছে আলো
প্রজাপতির মত।

রিক্সা চেপে ঘুরছে মানুষ
কোলে খোকাখুকি
চোখ ঘুরিয়ে ওরা সুখে
মারছে উঁকি ঝুঁকি!

যাচ্ছে গাড়ি হর্ণ বাজিয়ে
হাসছে আলোর ঢাকা
কে বলেছে এখানটাতে
উড়ে শুধু টাকা!

এখানেও স্বপ্ন ওড়ে
হাসে মানুষ সুখে,
একে অন্যের বন্ধুও হয়
বিপদ আপদ দুঃখে!

একতায় হাত ধরে মানুষ
এখানেও চলে
অন্যায় দেখলে এখানেও
মানুষ উঠে জ্বলে।

আলোর শহর ঢাকা আমার
আলোয় থাকুক সেজে
যখন তখন এখানে যাক
সুখের বাজনা বেজে!

বাংলাদেশের রাজধানী এই
রঙের ঢাকা শহর
স্বপ্ন ওড়ে আলোর ঢেউয়ে
সুখে মাখা প্রহর।

সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১১


০৩-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।