=বিজয়ের সুর বাজে প্রাণে-১=
- কাজী ফাতেমা ছবি

উড়ুক পতপত করে পতাকা নীলের প্রান্ত ছুঁয়ে,
বিজয়োল্লাসে মাতুক হাওয়া,
উড়ুক ডানা মেলে পাখি মাথার উপর হয়ে ঘূর্ণ।
আমি বিজয়ের গান গাই হেরে গলা ছেড়ে দিয়ে
এইতো আমার স্বাধীনতা, এইতো আমার বিজয়,
বায়ান্ন দিলো ভাষার স্বাধীনতা
আমি সুর তুলে গাই জারিসারি ভাটিয়ালি
পল্লীগীতি, বাংলায় ছড়া গান...
আর একাত্তর দিয়েছে আমায় বিশ্বের বুকে এক খন্ড স্বাধীন মানচিত্র!
বাঙলার আকাশ, স্বাধীনতার আকাশ
এখানে সূর্য উঠে রক্ত রঙে ঠিক সবুজের ফাঁকে
সূর্য ডুবে যায় টুপ করে স্বাধীনতায় ফের সবুজ পাতার ফাঁক গলে।
ভালোবাসি বিজয়ের পতাকা, ভালোবাসি আমার ঐ মুক্ত আকাশ,
যেখানে সূর্য ছুঁয়ে মাথা উঁচু করে দাঁড়ায় আমার
লাল সবুজ চির বিজয়ের পতাকা।


০৩-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।