=বিজয়ের সুর বাজুক প্রাণে-২=
- কাজী ফাতেমা ছবি
সবুজ পাতার মধ্যিখানে, ফুল ফুটেছে রঙে
পতাকার রঙ গায়ে মেখে, হেসে উঠে ঢঙে,
বিজয়ের রঙ উড়ছে হাওয়ায়, বিজয় দিবস কাল কী?
বউ পরেছে বেনারসী, লাল সবুজের পালকি!
পালকী চড়ে বিজয় কন্যা, এসে দাঁড়ায় থমকে
খুশির হাওয়া চারিদিকে, বাঙালি যায় চমকে!
দূর্বাঘাসে পা ফেলে চুপ, গাঁয়ের পথে আগায়
বিজয় কন্যা মনে সবার, নতুন আশা জাগায়।
০৩-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।