=বিজয়ের সুর বাজুক প্রাণে-৩=
- কাজী ফাতেমা ছবি

রূপ বদলে সে বিজয় কন্যা, পতাকা রঙ মাখে
রক্ত রঙের ফুল হয়ে সে, ফুটে পাতার ফাঁকে।

একাত্তরের গাঁয়ের পথে, বিজয় যখন আসে
লাল সবুজের পোষাক পরে, পতাকাটা হাসে।

কতটা পথ হাঁটল বিজয়, স্বাধীনতার সুখে
ষোল ডিসেম্বর এলেই যেনো, সুখানন্দ বুকে।

বউয়ের বয়স সাতচল্লিশ হয়, সন্তান ষোল কোটি
ইচ্ছে লাগে এখনো সেই, পালকি ছুঁতে উঠি!


০৩-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।