=বিজয়ের সুর বাজুক প্রাণে-৪=
- কাজী ফাতেমা ছবি
বিজয়ের সুর বাজে প্রাণে....(মোবাইলগ্রাফী)
১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
উড়াই হাওয়ায় স্বাধীনতায়, লাল সবুজ পতাকা
দেশটি আমার লাখ শহীদের রক্ত রঙে আঁকা!
শান্তির পায়রা ওড়ছে নীলে, স্বাধীনতার ডানায়
বিজয় দিনে হারাতে চাই, আমি দূর অজানায়।
সবুজ বুকে লেপ্টে আছে, সব শহীদের রক্ত
সেই ঊনি'শ একাত্তরে, দেশ হয় শত্রু মুক্ত।
দেশ'কে মুক্ত করতে সেদিন, প্রাণ দিয়েছেন যারা
তারাই সেদিন রুয়েছিলেন, দেশ স্বাধীনের চারা!
স্মরণ করি তাদের শ্রদ্ধায়, থাকেন যেনো ভালো
শান্তি যেনো পান কবরে, কালো নয় থাক্ আলো।
০৩-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।