=বিজয়ের সুর বাজুক প্রাণে-৫=
- কাজী ফাতেমা ছবি
#বিজয় কন্যার হাসি, আমরা ভালোবাসি।
ডিসেম্বর মধ্য বয়সে আসলেই বিজয় কন্যার আড়ম্বরপুর্ণ সাজগুজ শুরু,
আহা শহর জুড়ে বিজয় কন্যা রঙধনু রঙ বেনারসীতে সেজে দাপিয়ে বেড়ায়,
চোখ ধাঁধিয়ে দেয়া রূপ দেখে মানুষ চমকে যায় আর বুকের বামে হাত রেখে খুঁজে স্বস্তি।
বিজয় কন্যার চোখে রঙবাহারী আলোর রাঙা মেকাপ,
চুলে তার বাঁধা লাল সবুজ ফিতেয়, চুল ওড়ে হেমন্তের হাওয়ায়,
হেমন্ত শেষ প্রান্তে আসলেই বিজয় কন্যা নড়ে চড়ে উঠে, আর শুরু হয় তার সাজগুজ।
মিঠে হাওয়ার সন্ধ্যায় বিজয় কন্যা হেসে উঠে খিলখিলিয়ে,
তার হাসির ঝলকে হারার তারার বাতি উঠে ঝিলমিলিয়ে।
০৩-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।