=বিজয়ের সুর বাজুক প্রাণে-৭-৮=
- কাজী ফাতেমা ছবি

৭। বিজয়ের রঙ গায়ে মেখে, স্বাধীনতায় উড়বে
মানুষগুলো শহর জুড়ে, আনন্দেতে ঘুরবে,
বিজয় দিবস এলে শুনি, বঙ্গবন্ধুর ভাষন
কিন্তু দেশে খুব নৈরাজ্য, চলতেছে দুঃশাসন।

৮। বিজয় কান্দে দুর্নীতিতে, বিজয় জরাজীর্ণ
বিজয় যেনো কুঁজো বুড়ো, বিজয়ের গা শীর্ণ!
বিজয় বন্দি শক্তির জালে, বিজয়ের চোখ অন্ধ
বিজয় দিল স্বাধীনতা, তবু কত দ্বন্দ্ব।


০৩-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।