=বিজয়ের সুর বাজুক প্রাণে-৯=
- কাজী ফাতেমা ছবি
#বিজয়ের হাসি
শহর আজ আলোয় আলোয় আলোকিত,
রঙ ছড়ানো শহরের এককোণে আকাশটাও
রক্ত রঙে সেজে হেসে উঠে নিদ্বির্ধায়!
বিজয়ের রঙ মেখে আকাশ সেজেছে,
কী যে স্নিগ্ধ এক প্রহর আহা,
মুগ্ধ চোখ ডুবে যায় আকাশ ডহরে।
এই যে সূর্য ডুবে গেলেও আকাশ হাসছে
ঠোঁটে তার বিজয়ের রঙ!
একদিন এখানেও রক্ত ঝরেছিলো,
হিংস্র হায়েনারা ঝাঁপিয়ে পড়েছিলো নিরীহ মানুষের উপর,
দূর্বাঘাস হয়েছিলো রক্তে লাল,
আকাশটা কেঁদেছিলো, আকাশের চোখে ছিলো রক্ত অশ্রু,
সেদিন এখানে নিস্তব্ধ থমথমে পরিবেশ বিরাজ করছিলো...
রাতের আঁধারেও মানুষ বাতি নেভা ঘরে চুপচাপ
কান পেতে শুনতে উৎসুক ছিলো বিজয়ের ধ্বনি,
সেদিন মানুষ একটি স্বাধীন পতাকা ওড়াবে বলে
গুনেছিলো অপেক্ষায় অগনিত প্রহর!
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৫৯
০৩-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।