ফুল কাব্য ১-৩
- কাজী ফাতেমা ছবি
১। গাঁধা ফুলের পাপড়িগুলো-দে ছিটিয়ে চোখে
মুগ্ধতার এক লহর উঠুক এই আবেগীর বুকে।
২। তোর মন জমিনে রুয়ে দেবো চন্দ্র মল্লিকার চারা
পাপড়ির ডানা মেলে ফুল ফুটলেই
তুই হবি আমার প্রেমে পাগলপাড়া।
৩। পাতাবাহার ফুলদানিতে রেখে দিলাম বাগান বিলাস
জল ঢেলে দিস তুই রোজ সকালে......
জলে ভেজা পাপড়িগুলো তাজা থাকুক এবেলা
তুই তো জানিস মনে আমার তোর নিত্য বসবাস।
০৪-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।