মিষ্টি আপু সোহানী আপু...তার জন্মদিন-তোমরা কী জানো বাপু...........
- কাজী ফাতেমা ছবি
তাকডুম তাকডুম বাজে শুনছো
জন্মদিনের বাজনা
আজকে আমরা খাবো দাবো
আজকে তো আর কাজ না!
সোহানী পু মিষ্টি আপু
সবার আছে জানা
হেরে গলা ছেড়ে দিয়ে
চলো না গাই গানা।
হরেক রকম খাবার দাবার
দিলাম যতন করে
সাজানো ঐ কুরমা পোলাও
মিষ্টি থরে থরে।
যে যার মতো নাও না নিয়ে
কেকের টুকরো প্লেটে
শুভেচ্ছা সব বুক পকেটে
নিয়ে এসো হেঁটে।
বেলুন ফুলাও জড়ির ফুলে
ব্লগটা দাও সাজিয়ে
আমরা ভক্ত সোহানী'পুর
যাচ্ছি ঢোল বাজিয়ে।
কত শত জ্ঞানী পোষ্টে
ভরা তার ব্লগবাড়ি
না পড়েই অল্প গল্প
ঠিক টেনো না দাঁড়ি।
উঠে এসো দিলাম ছেড়ে
ছড়া ছন্দের গাড়ি
কে কে যাবে আমার সাথে
সোহানী'পুর বাড়ি?
উঁকি মেরে দেখে এসো
পরিচ্ছন্ন বাড়ি,
চুলার উপর বসিয়েছে
বিরিয়ানির হাঁড়ি।
জন্মদিনের শুভেচ্ছাতে
দিলাম ভালোবাসা
সোহানী'পু মিষ্টি আপু
গল্প লিখে খাসা।
ভালো থেকো সারা জীবন
হাসি খুশি সুখে
নেক হায়াত যেনো দেন আল্লাহ্
সোহানী'পুকে ফুঁকে।
০৪-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।