আজকে জনপ্রিয় ব্লগার অগ্নি সারথি দা ও উলটা দূরবীণ এর জন্মদিন....
- কাজী ফাতেমা ছবি
জন্মদিন মানেই আনন্দ
অথচ আনন্দের পিছনেই যেনো জরাজীর্ণ আর বার্ধক্যের ডাক,
জন্মদিন মানেই উপহার আর শুভেচ্ছা পাওয়ার দিন
অথচ জন্মদিনের পিছনেই স্মৃতি ম্লান হওয়ার গল্প,
জন্মদিন মানেই উচ্ছ্বাস উল্লাস
অথচ জন্মদিনের পিছনে বয়স হারানো হাজার কিচ্ছে,
জন্মদিন মানেই কেক কাটা মোমবাতির ফুঁয়ে
অথচ সেই মোমবাতির আলোর পিছনেই ফুরিয়ে যাবার হাহাকার,
জন্মদিন মানেই গলা ছেড়ে সুখের গান গাওয়া
অথচ জন্মদিন চলে গেলেই সময় হারানোর আফসোস ভর করে মনের কোণায়;
জন্মদিন মানেই ঘুরে বেড়ানো বন্ধুদের সাথে
অথচ জন্মদিনের পিছনেই চোখের আলো হারানোর গল্প,
বয়সের ভাড়ে নুয়ে পড়ার অব্যক্ত যন্ত্রণা,
চামড়া ঝুলে যাওয়ার আক্ষেপ,
দেহের জোড়ায় জোড়ায় বল হারানোর দীর্ঘশ্বাস;
পরনির্ভশীলতার ঢেউয়ে ডুবে যাওয়ার আশংকা।
তবুও জন্মদিন মানেই অন্যরকম আনন্দ
মনের কোনায় সুখ স্বপ্ন বোনা
স্মৃতির ঝুলিতে আরো কিছু মনোলোভা দৃশ্য চুপসে সাজিয়ে রাখা,
জন্মদিন মানেই সকল ব্যস্ততা রেখে বন্ধুদের কাছে আসার উপাখ্যান
জন্মদিন মানেই ক্লান্তি ভুলে কিছুটা সময় নিজের করে নেয়া,
জন্মদিন মানেই সেই শিশুবেলায় ফিরে যাওয়া।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২০
০৪-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।