বসন্ত ফুল কাব্য ৪-৬
- কাজী ফাতেমা ছবি
৪। সূর্যমূখী সূর্যকন্যা .......ছোট সূর্যমুখী
কেমন করে ঠাঁয় দাঁড়িয়ে......তুমি সূর্য মুখি?
রোদ কী তোমার চোখ জ্বালায় না, হলুদ শাড়ির কন্যা?
দেখলে তোমার যায় বয়ে যায়......মনে সুখের বন্যা।
৫। এগুলো জিনিয়া, নাও বন্ধু ঠিক চিনিয়া
নাম আমার জিনিয়া......হলুদ শাড়ি দাও কিনিয়া,
ফুল আমি জিনিয়া।
৬। পিটুনিয়া কত রঙে, ফুটে থাকে ডালে
ইচ্ছে লাগে পাপড়ি ছুঁয়াই, বন্ধুর শক্ত গালে,
শিরশিরিয়ে পিপড়া হাঁটে, ভেবে যাবে বন্ধু
ভাবখানা তার দেখে মনে, সুখ বইবে এক সিন্ধু।
০৫-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।