বসন্ত ফুল কাব্য ১০-১২
- কাজী ফাতেমা ছবি

১০। জিনিয়ার রঙ নাও চিনে নাও, আনবে ফেরার সময়
ফুলদানিতে রাখবো সে ফুল, বসে ভাবি তন্ময়।
ড্রয়িং রুমের ফুলদানিটা রাখি জলে ভরে
বন্ধু তুমি ফুল নিয়ে আজ, কখন আসবে ঘরে।

১১। পিটুনিয়া ফুলের রঙ মন নেচে উঠে। ছুঁয়ে দিলেই নাজুক লতা ঢলে পড়ে ধূলায়। মরে যাবে সে কয়েকদিনের আয়ূ। সুন্দর বিলিয়ে চলে যায় মিশে যায় ধূলায়। সুখ টুকু কেবল রেখে যায় আমার মনে।

১২্। বাগান জুড়ে লাগিয়েছো কত শত জিনিয়া
মুগ্ধতার চোখ দুটো ফুলে পাতায়। অথচ তুমি ভেবেছিলে আমি ঠায় তাকিয়ে তোমার চোখে
বলবো ভালোবাসি হাহাহা।


০৫-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।