বসন্ত ফুল কাব্য ১৭-২০
- কাজী ফাতেমা ছবি

১৬। গন্ধ নেই তাতে কী, চোখে মুগ্ধতা এনে দেয়া এসব ডালিয়ারা। তুমি কেবল মাটিতে তাকিয়ে হেঁটে যাও। একটু তাকাও চারপাশটায় দেখো ডালিয়ারা কেমন হাসছে তোমায় দেখে যেনো।

১৭। কত রঙ ছড়ানো এই ভুবন। আমার আল্লাহ রঙ ছড়িয়ে দিয়েছেন এখানে। দিয়েছেন এক জোড়া চোখ আর অনুভূতি। অনুভবে কেবল তার সৃষ্টির সৌন্দর্য্যের মন মাতানো সুখ উচ্ছ্বাস। ভালোবাসি আল্লাহ তোমাকে ভালোবাসি তোমার সৃষ্টি।

১৮। রোদে পুড়ে যায় ফুলের রঙ, তবুও জিনিয়া হাসে রোদ্দুর দুপুরে আমাকে পাশে পেয়ে।

১৯। মুগ্ধতায় মন ভরে যায়, কী শুভ্রতা ছড়ানো ফুল, জান্নাত তবে আরো সুন্দর । সে সুন্দর কী প্রভু আমায় দেবে ছুঁতে।

২০। রঙ ছড়ানো থাকুক এখানে, তোমাদের যখন মন খারাপের দিন আসবে চলে । তোমরা এখানে এসে উচ্ছ্বাস কুড়িয়ো। রেখে দিলাম সযতনে সব রঙ এইখানে।

সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:৩৮


০৫-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।