জীবন গল্প
- কাজী ফাতেমা ছবি

একটি মেয়ে জীবন গল্প, বইয়ের পাতায় পাতায়
গল্পের ভিতর গল্প ছিলো, মায়ের মলিন খাতায়।
একটি মেয়ে কাঁদে নিরব, মা-তো ছিলো পাশে
কষ্টগুলো তাকে নিয়ে, একাকিত্বে ভাসে।
একটি মেয়ে ছোট্ট মেয়ে, দু:খ বুকে পুষে
একটি নারী পুড়ে একা, রূপের আগুন তুষে।
মেয়েবেলা কষ্টে ভরা, একটি মেয়ের জীবন
একটি নারী মা হয়েও, সাজায় অন্য ভূবন।
প্রেমও আসে মেয়ের পাশে, কষ্টগুলো ভুলে
কতক স্মৃতি রাখে মেয়ে, মন ডহরে তুলে।
আপন হয়েও পর হলো, ছোট মেয়ে কাঁদে
মা হয়েও মা'টি যে তার, বাঁধা বিদ্বেষ ফাঁদে।
আরবাজ এলো মেয়ের পাশে, আগে ছিলো দোলন
সময় এসে দেয় সেঁটে দেয়, প্রেমের শেষে কোলন।
এইতো জীবন মেনে নেয়া, বাঁচা নিজের মতন
কষ্টগুলো দূর ভাগিয়ে, সুখ সাজানো যতন।
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৯ দুপুর ২:৩৫


০৫-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।