=শিশির ঝরা প্রভাতে=
- কাজী ফাতেমা ছবি
শিশির ভেজা একটি প্রভাতে তুমি ছিলে পাশে
প্রজাপতি মন আমার উড়ে বেড়িয়েছিল পাতায় পাতায়
চোখের শাটারে মনোহারী ক্ষণ বন্দি করতে গিয়ে দেখি
প্রজাপতি বসে আছে মনের বাসন্তি ফুল শাখে
যেখানে বারোমাসই বিরাজ করে বসন্ত হইচই মুহুর্ত।
অত:পর তুমি চোখে তাকাতেই উড়ে যাই
বসি গিয়ে তোমার চোখে-তুমি উৎফুল্ল সহাস্য বদনে
কানে কানে বলে যাও ভালবাসি ভালবাসি।
আচ্ছা বলতো-ভালবাসার রঙ কি?
সে কি সবুজ? নাকি বাসন্তি? অথবা সোনাঝরা হলুদ?
মনের রঙ কি বলতো?
০৬-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।