=আহা মেয়েবেলা=
- কাজী ফাতেমা ছবি

দূর্বাঘাসের নরম পাটি-কই আর পাবো-বলো পাবো কই
যেথায় আছে লাউয়ের মাঁচা-লতায় ঝুলানো সে পুঁই
নারিকেলের চিরল পাতায়-ঐ দেখো না-হাওয়ার লুকোচুরি
রোদ উঠোনে শীতল ছায়া-আহা আছে কি তার জুড়ি?
বাড়ির সামনে সান বাঁধানো-স্বচ্ছ জলের পুকুর
পা ডুবিয়ে যায় কেটে যায়-শত উদাস দুপুর!
আম শাখাতে গরুর রশি-দুদ্যোল দুলনা দুলে
দোলনায় বসে কত প্রহর-সুখেতে যায়-দিন দুনিয়া ভুলে।


০৬-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।