=তুমি মাঝি হবে?=
- কাজী ফাতেমা ছবি
তুমি মাঝি হও ছোট ডিঙার! কি হবে? চলো ডিঙা ভাসাই অথৈ জলে
আমি তোমার জলকাব্য হবো! কি লিখবে ছন্দ আমায় নিয়ে-মন নেবো আজ ছলে
ভেবেছিলে চুপটি বসে থাকবে একাকি! একটু চোখ ফিরাও মন রাজ্যের সুলতান
তুমি হবে আমার গোধূলিয়ার রঙ বাহারী কুহু সুরের মুলতান?
ফিরে তাকাও না-গভীর ভাবনার বেড়াজালে তুমি বন্দি
নাকি আমাকে পরাজিত করবে বলে-মনে আঁটছো কোনো ফন্দি?
কোন সে ধেয়ানে কাটিয়ে দিলে অযস্র প্রহর, মনের মাঝে কি আঁকো সারাক্ষণ
দিবানিশি তুমি-কাঁপিয়ে মনভূমি, যাচ্ছো করে আমায় উপেক্ষণ!
ধেয়ান তোমার ভেঙ্গে যাক-স্বচ্ছ জলের জলোছলোচ্ছলে-ধড়পড়িয়ে উঠুক বুক
ধুয়ে যাক নদীর জলের হাওয়ায় তোমার একলা থাকার অসুখ।
০৬-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।