=প্রকৃতি ভালোবাসো তুমি=
- কাজী ফাতেমা ছবি
আমায় তুমি পাগল বলো, অবুঝ বলো-মেনে নেই অবলীলায়
তুমিই বলো প্রকৃতির মনোলোভা রূপ দেখে পারি কি ঠিক থাকতে?
বুঝতে তুমিও! যদি সবুজের মাঝখানে হৃদয় তোমার রাখতে
দেখো- প্রকৃতি তার কত রূপ বিনা লাভে বিলায়!
আবার বলো- কি লাভ এসব দেখে? কি হয় এতে, এসব ন্যাকামী
ধ্যত বাবা-দু'চোখ তোমার বড় কঠোর-কেবল বাস্তবতা থাকো ঘিরে
চলতি পথে চোখ ঘুরিয়ে সবুজের স্নিগ্ধতা দেখো না একবার ফিরে
তুমি তোমাকে নিয়েই হতে থাকো সম্মুখে অগ্রগামী।
০৬-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।