ভাগ্যের দ্বন্দ্ব
- রবিউল ইসলাম রাতুল
ভাগ্যের নদে ডুব দিয়েছি,ঠাই কি আর হবে?
হিমশিম খেয়েছি বিধায় আত্মবিশ্বাস গেছে নিবে।
কি করুণার আদলে আমি প্রশংসায় যাবো ভাসি,
নিজের কর্মে নিজ লাজে মরি সারা দিবা-নিশি।
আত্ম সংশয়ের প্রশ্নে আমি ঘুরে ফিরে কাঁদি একা,
ভুল জিনিসকেও লক্ষ্য ভেবে আমি বিবেক করেছি ফাঁকা।
কতজনে না কতকিছু জিনিস করে চলে উপেক্ষা,
যে অবহেলিত জিনিসের মহে হারিয়ে চলি প্রতিক্ষা।
মিছে ভানে থাকি,তাই সকলে ভাবে করি মহা কর্ম,
রাগে ক্ষোভে নিজের আত্মসংযমের হারিয়েছি ফেলেছি ধর্ম।
আমি যেটা চাইনা,সেটাই যেন থাকে তকদিরের খামে,
আমি সেটাই পাই,যেথায় লিখিত পরিচিতি ক্ষতি নামে।
হয়তো কোনো একদিন হঠাৎ খুলবে মনের মুখ,
সেদিন নির্ভয় মন বলবে তার আসল সুখ দুখ।
তবে আফসোস সেদিন,
পেরিয়ে যাবে সুদিন।
দিবে না কেউ মনোযোগ,
হারিয়ে ফেলবো সুযোগ।
এখন আর ভাবনার দ্বন্দ্বে নয়,
ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছে মন
হঠাৎ পাই লোক আর হঠাৎ নির্জন
তবুও ভালোর গর্ভে ভুল চিন্তার ভয়।
০৬-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।